Loading video

Vignesh Puthur, IPL 2025, MI: মিডিয়াম পেসার থেকে এল ক্লাসিকোয় নতুন তারা হয়ে ওঠার কাহিনি বিগ্নেশের…

Mar 24, 2025 | 8:22 PM

CSK vs MI: ম্যাচ শেষের পরের দৃশ্য বিগ্নেশের কাছে স্বপ্নের মতো। মহেন্দ্র সিং ধোনি তাঁর কাঁধে হাত রেখেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

ধরুন আপনি কোনও শপিং মলে গিয়েছেন। কিন্তু আগে থেকে ভেবে যাননি, ঠিক কী কী কিনবেন! এ বার? চোখে দেখে কিছু পছন্দ হল, নিয়েও নিলেন। আদৌ সেটা আপনার প্রয়োজনের কি না, হয়তো ভাবলেনই না! নতুন সেই জিনিসটা পড়ে রইল এক কোনায়। আবার উল্টোটাও হতে পারে। যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন… কোনও একটা জিনিস মনে হল প্রয়োজন, কিন্তু দাম কম। আপনার বাজেট বেশি। এ বার আপনার কাছে দুটো বিষয়, এক সেটি নিতে পারেন, দুই একই মানের জিনিস বেশি দাম দিয়ে অন্য কোথাও থেকে নিলেন!

কেরলের ক্রিকেটার। তবে কেরল সিনিয়র দলের হয়ে এখনও খেলার সুযোগ মেলেনি। অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৯ স্তরে কেরলের প্রতিনিধিত্ব করেছেন। কেরল ক্রিকেট লিগে খেলেছেন। কেরিয়ারের শুরু দিকে ছিলেন মিডিয়াম পেসার। স্পিন বোলিংও করেছেন। কিন্তু এক স্থানীয় ক্রিকেটার মহম্মদ শেরিফের পরামর্শই যেন ‘টার্নিং’ পয়েন্ট হয়ে দাঁড়ায়। তাঁর কথাতেই বাঁ হাতে লেগ স্পিন ট্রাই করেন। তখনও অবধি চায়নাম্যান শব্দটির সঙ্গেও পরিচিত ছিলেন না বিগ্নেশ। আর এই বোলিংয়েই ‘এল ক্লাসিকোতে’ বাজিমাত।