Cyber Fraud: ফের অনলাইন প্রতারণা
ফের অনলাইন প্রতারণা। পে টি এম এ্যাপের মাধ্যমে দফায় দফায় এ্যাকাউন্ট থেকে উধাও টাকা। বেশ কয়েক দফায় মোট বিয়াল্লিশ হাজার টাকা প্রতারিত হয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ বর্ধমান শহরের শালবাগান এলাকার বাদিন্দা পথিকৃৎ ঘোষাল।
ফের অনলাইন প্রতারণা। পে টি এম এ্যাপের মাধ্যমে দফায় দফায় এ্যাকাউন্ট থেকে উধাও টাকা। বেশ কয়েক দফায় মোট বিয়াল্লিশ হাজার টাকা প্রতারিত হয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ বর্ধমান শহরের শালবাগান এলাকার বাদিন্দা পথিকৃৎ ঘোষাল। পথিকৃৎ বাবু একটি বেসরকারি স্কুলে ক্যান্টিন চালান। ব্যবসার সুবিধার্থে তিনি পে টি এম এ্যাপের ব্যাবহার করেন। গত ৩রা আগষ্ট ২০২৩ তারিখে তার এ্যাকাউন্টে একজন ৪০ টাকা পাঠায়। তার পরক্ষণেই পথিকৃৎ বাবুর পে টি এম ওয়ালেট থেকে ৬৫০১ টাকা কেটে নেওয়া হয়। একইভাবে কিছুক্ষণ পর আবার ৪৪৪ টাকা কেটে যায়। এভাবে দফায় দফায় মোট ৪২০০০ টাকা পে টি এমের মাধ্যমে তার ব্যাঙ্ক এ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। অভিযোগ, বিষয়টি নিয়ে পে টি এম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কোন সদুত্তর পাওয়া যায়নি। এমনকি সেই দিন থেকে তার মোবাইলে আর তিনি পে টি এম এ্যাপ খুলতে পারছেন না বলে অভিযোগ। প্রতারিত হয়ে পথিকৃৎ বাবু বর্ধমান থানা ও বর্ধমান সাইবারক্রাইম দপ্তরে অভিযোগ জানান। যে রাষ্টায়াত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে পথিকৃৎ বাবুর টাকা উধাও হয়েছে সেই ব্যাঙ্কের সাথেও যোগাযোগ করে বিষয়টি জানান তিনি। প্রতারিত হওয়ার পর থেকে যে নাম্বারটি পে টি এমের সাথে লিঙ্ক করা ছিল সেই নাম্বার থেকে আর পে টি এম এ্যাপ খুলতে পারছে না। ঘটনার প্রায় দেড় মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ পথিকৃৎ বাবুর।