DC vs LSG, IPL 2025: বন্ধু যখন প্রতিপক্ষ! পন্থ-অক্ষরের কড়া টক্কর

Mar 24, 2025 | 6:45 PM

DC vs LSG: গত মরসুমে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কে এল রাহুলের সেই ঘটনা তো ভুলে যাওয়ার নয়। ফলে তাঁর কাছে এই ম্যাচ যেমন বদলার ম্যাচ। তেমনই এই ম্যাচ বদলার ম্যাচ ঋষভ পন্থের কাছেও।

আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। আজ কিন্তু দিল্লিতে নয়, খেলা হবে বিশাখাপত্তনমে। ভাইজ্যাগের মাঠ কিন্তু আয়তনে অনেকটা ছোট। ফলে এই মাঠে প্রচুর রান হওয়া অসম্ভব কিছু না। এই মাঠেই ২৭২ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচে অধিনায়ক ছিলেন ঋষভ পন্থই।

গত মরসুমে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কে এল রাহুলের সেই ঘটনা তো ভুলে যাওয়ার নয়। ফলে তাঁর কাছে এই ম্যাচ যেমন বদলার ম্যাচ। তেমনই এই ম্যাচ বদলার ম্যাচ ঋষভ পন্থের কাছেও।