Purba Bardhaman Death News: বাঁশবাগানে গৃহবধূর দেহ উদ্ধার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 17, 2023 | 8:33 PM

বাঁশবাগান থেকে গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারীর কালিবেলে এলাকায়।বাঁশবাগানে দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।

বাঁশবাগান থেকে গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারীর কালিবেলে এলাকায়।বাঁশবাগানে দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। মৃতার নাম ঝুনি সদ্দার(৩৫)।বাড়ি কালনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে। গতকাল সন্ধ্যায় দোকান যাওয়ার উদ্দেশ্যে বের হয় ঝুনি সদ্দার।তারপর রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন।বৃহস্পতিবার সকালে মেমারীর কালিবেলে এলাকার বাঁশবাগান তার দেহ উদ্ধার হয়।মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিশ।