Snake in Mid Day Meal: মরা সাপের খিচুড়ি, অঙ্গনওয়াড়ির মিড ডে মিল খেয়ে অসুস্থ ৬ শিশু
সাপের বাচ্চা সহ রান্না হওয়া ওই খিচুড়ি খেয়ে অসুস্থ বোধ করেছে শিশুরা। সূত্রের খবর, খিচুড়ি খেয়ে অসুস্থ ৬ শিশু। শিশুদের নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে মায়েদের।
পূর্ব বর্ধমান: অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে সবেমাত্র খিচুড়ি এনে খেতে শুরু করেছিলেন মহিলা। প্রথম গ্রাসটা তুলেও দিয়েছিলেন সন্তানের মুখে, কিন্তু পরের গ্রাসটা নিজের মুখে তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ। এ কি খিচুড়ির মধ্যে ভাসছে মরা সাপের বাচ্চা? সঙ্গে সঙ্গে চেঁচামেচি জুড়ে দেন ওই মহিলা। মহিলার চিৎকারে ঘটনা চাউর হয়ে যায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বাগকালাপাহাড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাগকালাপাহাড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মহিলা মিলিয়ে মোট ৫৪ জনের নাম নতিভুক্ত রয়েছে। বুধবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয় শিশু ও গর্ভবতী মহিলাদের মধ্যে। বাড়িতে এসে সবে খাবার খেতে শুরু করেছেন এমন সময় খাবারের মধ্যে মরা সাপের বাচ্চা লক্ষ্য করেন এক মহিলা। এই ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাপের বাচ্চা সহ রান্না হওয়া ওই খিচুড়ি খেয়ে অসুস্থ বোধ করেছে শিশুরা। সূত্রের খবর, খিচুড়ি খেয়ে অসুস্থ ৬ শিশু। শিশুদের নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে মায়েদের।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,”প্রতিদিনের মতো বুধবারও অঙ্গনওয়ারি কেন্দ্রে রান্না করা হয়। রান্নার করার পর শিশু ও গর্ভবতী মহিলাদের মধ্যে খাবার বিতরণ করে দেন দিদিমণিরা। ঘরে গিয়ে খাবার খাওয়ার সময় তার মধ্যে মরা সাপের বাচ্চা দেখতে পান এক মহিলা।”
অসুস্থ হয়ে পড়া ৬ শিশুকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখেন। খবর পেয়েই ব্লকের বিডিও ও সিডিপিও জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শিশুদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন। এমন ঘটনা কীভাবে ঘটল, তার তদন্ত ব্লক প্রশাসন শুরু করেছে।