Birbhum News: পেটের রোগে মৃত্যু ২

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 09, 2023 | 8:28 PM

গত তিনদিন ধরেই বীরভূমের ময়ুরেশ্বর ১ নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের গাজিপুর গ্রামের আদিবাসী পাড়ায় পেটের রোগের প্রাদূর্ভাব শুরু হয়। বমি ও পায়খানার উপসর্গ দেখা দেয় আক্রান্তদের মধ্যে। আক্রান্তদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । তাদের মধ্যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার ও বুধবার রাতে মৃত্যু হয় ঠাকরুন টুডু ও দুর্গ মুর্মু নামে দুই আদিবাসী মহিলার

পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দুই আদিবাসী মহিলার, আক্রান্ত প্রায় ৩০ জন মৃতদের নাম ঠাকরুন টুডু ও দুর্গ মূর্মু। ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বর -১ নম্বর ব্লকের গাজিপুর গ্রামে। এলাকায় পেটের রোগে আক্রান্ত আরো প্রায় ত্রিশজন। এলাকায় ডায়ারিয়ার প্রকোপ কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের লোকজন।
গত তিনদিন ধরেই বীরভূমের ময়ুরেশ্বর ১ নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের গাজিপুর গ্রামের আদিবাসী পাড়ায় পেটের রোগের প্রাদূর্ভাব শুরু হয়। বমি ও পায়খানার উপসর্গ দেখা দেয় আক্রান্তদের মধ্যে। আক্রান্তদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । তাদের মধ্যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার ও বুধবার রাতে মৃত্যু হয় ঠাকরুন টুডু ও দুর্গ মুর্মু নামে দুই আদিবাসী মহিলার। এদিকে দুই মহিলার মৃত্যুর পরেই গ্রামে পৌঁছায় স্বাস্থ্য দফতরের লোকজন। এলাকায় ছেটানো হয় ব্লিচিং পাউডার সহ বিভিন্ন জীবাণু মারার উপকরণ। গ্রামে করা হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। এলাকার পুকুরের জল ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি। এদিকে ডায়ারিয়ার পাদূর্ভাব শুরু হতেই বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়।