Delhi Blast: দিল্লি বিস্ফোরণে এবার NIA-র নজরে তুরস্কের ‘উকাসা’

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 13, 2025 | 6:07 PM

Delhi Blast: এনআইএ সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার বাসিন্দা ডঃ উমর নবি দীর্ঘদিন ধরেই আগ্রাসী মৌলবাদী চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে উঠেছিল। এমনকী, তার মধ্যে ভারতবিরোধী ভাবনাচিন্তাও রীতিমতো প্রকাশ পেতে শুরু করেছিল। তদন্তকারীরা ইতিমধ্যেই উমরের বাড়িতে পৌঁছেছেন, সেখানে গিয়ে বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার হয়।

নয়া দিল্লি: তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দিল্লি বিস্ফোরণকাণ্ডে (Delhi Blast)। গতকাল, বুধবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এটা নিছক কোনও বিস্ফোরণ নয়, এটা সন্ত্রাস হামলাই ছিল। এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তুরস্কের নাম আরও স্পষ্টভাবে জড়িয়ে পড়ল। তদন্তকারী সংস্থা এনআইএ তুরস্কের দূতাবাসে খোঁজ-খবর করছে উমর সম্পর্কে। এমনটাই সূত্রের খবর। এনআইএ সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার বাসিন্দা ডঃ উমর নবি দীর্ঘদিন ধরেই আগ্রাসী মৌলবাদী চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে উঠেছিল। এমনকী, তার মধ্যে ভারতবিরোধী ভাবনাচিন্তাও রীতিমতো প্রকাশ পেতে শুরু করেছিল। তদন্তকারীরা ইতিমধ্যেই উমরের বাড়িতে পৌঁছেছেন, সেখানে গিয়ে বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার হয়।

Published on: Nov 13, 2025 04:36 PM