Ghatal Dengue News: মশার আঁতুড়ঘরেই ডেঙ্গির চিকিৎসা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 22, 2023 | 6:56 PM

হাসপাতাল চত্বর যেন মশার আঁতুড়ঘর। যত্রতত্র জমে রয়েছে জল। স্বাস্থ্য পরিসেবা নিতে এসে ভয় পাচ্ছেন রোগী ও পরিজনেরা। ঘাটাল মহকুমা হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক মহিলার।

হাসপাতাল চত্বর যেন মশার আঁতুড়ঘর। যত্রতত্র জমে রয়েছে জল। স্বাস্থ্য পরিসেবা নিতে এসে ভয় পাচ্ছেন রোগী ও পরিজনেরা। ঘাটাল মহকুমা হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক মহিলার। এছাড়াও নানান জ্বর উপসর্গ নিয়ে ৪০ থেকে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে কোথাও গর্ত খুঁড়া রয়েছে তাতে জমেছে জল। কোথাও এবড়ো খেবড়ো রাস্তা তাতে জল জমে রয়েছে এভাবেই বিভিন্ন জায়গায় জমে রয়েছে স্বচ্ছ জল। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পৌর এলাকায় প্রচার চালানো হচ্ছে ডেঙ্গু নিয়ে সচেতন হন আশেপাশে জল জমতে দেবেন না, স্বচ্ছ জমা জলে ডেঙ্গুর লার্ভা বংশবিস্তার করে। কিন্তু স্বাস্থ্য দপ্তরের নিজের ঘরেই জমে রয়েছে জল। তারপরও হুশ ফিরেনি স্বাস্থ্য দপ্তরের এমনই অভিযোগ করছেন হাসপাতালে আসা রুগী ও রোগীর আত্মীয়রা। ঘাটাল হাসপাতাল সুপার সুব্রত দে দাবি প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই জল জমছে তবে জমে থাকা জল পরিষ্কার করা হচ্ছে নিয়মিত আর স্বচ্ছ জলে ডেঙ্গুর লার্ভা হয় আমরা সচেতন রয়েছি।