India Pakistan Tension: আগামিকাল India-Pakistan DGMO-র বৈঠক, তার আগে গুরুত্বপূর্ণ আজকের রাত!
Pakistan News: ১২ মে, ভারত ও পাকিস্তানের মধ্যে DGMO লেভেলের বৈঠক হবে। সেখানেই সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কীভাবে সংঘর্ষ বিরতি হবে, কোন চুক্তির ভিত্তিতে হবে এই সংঘর্ষ বিরতি, তা নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে।
গত ১০ মে সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও, ১১ মে-র রাতটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ১০ মে রাতে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। আর তারপরই কিছুটা হলেও সীমান্তে কমেছে প্রতিবেশী দেশের বেয়াদপি। আর এর মধ্যেই ১২ মে, ভারত ও পাকিস্তানের মধ্যে DGMO লেভেলের বৈঠক হবে। সেখানেই সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জানা গিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কীভাবে সংঘর্ষ বিরতি হবে, কোন চুক্তির ভিত্তিতে হবে এই সংঘর্ষ বিরতি, তা নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে। তবে, এই বৈঠক কোথায় হবে, তা এখনও জানা যায়নি। আর একই সঙ্গে ১১ মে গোটা দিনের চেয়েও গুরুত্বপূর্ণ, ১১ মে-র রাতটা। এই রাতে কী হয় সেদিকেই নজর বিশেষজ্ঞ মহলের।
Published on: May 11, 2025 05:44 PM