Canning: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে মহিলা হোমগার্ডকে খুন SI-এর?

| Edited By: জয়দীপ দাস

Dec 28, 2025 | 4:06 PM

Canning Case: মৃতার নাম গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি (২২)। তিনি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় সরাসরি থানারই এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন রেশমির পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর পুলিশ মহলে।

ক্যানিং: থানার সংরক্ষিত আবাসনের ভেতর থেকে এক মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ক্যানিং। মৃতার নাম গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি (২২)। তিনি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি ওই তরুণীকে। তারপরই ছুটে আসেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় সরাসরি থানারই এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন রেশমির পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর পুলিশ মহলে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা।