Ditipriya Roy, Tollywood: ঘরে ফিরছেন দিতিপ্রিয়া! ‘রানিমা’র নায়ক নাকি হরগৌরীর ‘শঙ্কর’?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 05, 2024 | 12:00 AM

সিরিয়ালে ফিরছেন দিতিপ্রিয়া রায়? টলিপাড়ায় জল্পনা এমনটাই। যদিও এখনও পর্যন্ত নায়িকার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে অভিনেতা রাহুল মজুমদারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। এবার নাকি একটি প্রেমের গল্পে দেখা যাবে তাঁকে। ইতিমধ্য়ে লুক সেটও নাকি হয়ে গিয়েছে।

দিতিপ্রিয়া -রাহুলের নতুন জুটি

সিরিয়ালে ফিরছেন দিতিপ্রিয়া রায়? টলিপাড়ায় জল্পনা এমনটাই। যদিও এখনও পর্যন্ত নায়িকার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে অভিনেতা রাহুল মজুমদারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। এবার নাকি একটি প্রেমের গল্পে দেখা যাবে তাঁকে। ইতিমধ্য়ে লুক সেটও নাকি হয়ে গিয়েছে।

তিনদিনে বাজিমাত
মাত্র দুই দিনেই বিশ্বজুড়ে ভুল ভুলাইয়া থ্রি ১০০ কোটির গণ্ডি টপকে গিয়েছিল। রবিবার তাতে আরও প্রায় ৫০ কোটি যোগ হল। যদিও ভাইফোঁটার মরশুমে ৩ অক্টোবর তেমন ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। কিন্তু তারপরেও মাত্র ৩ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ১৫৭ কোটি টাকা আয় করেছে।

সিংহম-এর বক্স অফিস কালেকশন
২০১১ সালে হিট দিয়েই শুরু হয়েছিল সিংঘম ফ্র্যাঞ্চাইজির পথ চলা। এই ছবির তৃতীয় কিস্তির ছবিটি মাত্র ৩ দিনেই প্রথম সিংঘমের লাইফটাইম আয়কে ছাপিয়ে গেল। সেই ছবিটি ২০১১ সালে ১৫৭ টাকা আয় করেছিল। আর এদিকে রোহিত শেট্টির নতুন কপ ইউনিভার্স মাত্র ৩ দিনেই ১৭৬ কোটির গণ্ডি টপকে গেল বিশ্বজুড়ে।

প্রয়াত হেলেনা
প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লুক। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মাত্র ৪ মাস বিবাহিত জীবন ছিল তাঁর আর মিঠুনের।

দীপাবলির সপ্তাহেও শীর্ষে ‘ফুলকি’!
সপ্তাহখানেক আগেই ৫০০ পর্ব পেরিয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’। গত সপ্তাহের টিআরপি তালিকাও বলছে, ‘ফুলকি’ই শীর্ষে। চলতি সপ্তাহেও সেই একই ধারা বজায় রইল। শীর্ষে ফুলকি। দীপাবলির মরসুমে ছুটি থাকার কারণে গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ পায়নি। সোমবার প্রকাশ্যে এল টিআরপি তালিকা। তবে ‘ফুলকি’র সঙ্গে এ বার শীর্ষে রয়েছে ‘নিম ফুলের মধু’ও।

পিশাচ ‘গেনু’ আসলে কে?

নিষ্পলক চোখ। ভ্রু-র বালাই নেই। রূপটানে দু’কান কাটা! সারা শরীরের চামড়া গলে পড়ছে। দাঁত দেখে বোধ করি করাত (কাঠ চেরার যন্ত্র) লজ্জা পাবে! চেহারার বর্ণনাতেই স্পষ্ট, এ-ই পরমব্রত চট্টোপাধ্যায়ের সদ্য মুক্তি পাওয়া সিরিজ় ‘নিকষ ছায়া’র হাড়হিম পিশাচ ‘গেনু’। বাস্তবে কে এই ‘গেনু’? প্রশ্নে পরিচালক জানান, তিনি মঞ্চাভিনেতা পল্লব মুখোপাধ্যায়।

অসুস্থ ফাতিমা
‘এপিলেপ্সি’-তে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বাংলায় যাকে বলা হয় ‘মৃগী’। বেশ অনেক দিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করার সময় প্রথম ধরা পড়ে তিনি ‘মৃগী’তে আক্রান্ত। প্রতি সপ্তাহে দু’-এক দিন করে অভিনেত্রীর মধ্যে এই রোগের উপসর্গ দেখা দেয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

শাহরুখের ভক্তের কাণ্ড

২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। অভিনেতা পরিবার এবং বন্ধুদের সাথে তার জন্মদিন উদযাপন করেছেন, আর এই বিশেষ দিনেই ঝাড়খণ্ডের এক ভক্তের স্বপ্নপূরণ করলেন বাদশা। স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার তাগিদ নিয়ে ৯৫ দিন ধরে মন্নতের বাইরে অপেক্ষা করছিলেন ঝাড়খন্ডের এক যুবক। তাঁর স্বপ্নই পূরণ করলেন নায়ক।

সরব সিমি

এর আগেও সিমি গরেওয়াল মুখ খুলেছেন বচ্চন পরিবার নিয়ে। যখন নেটপাড়া দাবি করে, বচ্চনরা তাঁদের ছেলের বউয়ের উপর অত্যাচার চালায়, তখন এগিয়ে এসে প্রতিবাদ করেন তিনি। অভিষেকের হয়ে সাফাই দিলেন অভিনেত্রী।

Published on: Nov 04, 2024 10:26 PM