Loading video

Health Insurance, Mediclaim: এই ভুল করলে আপনারই ক্ষতি হবে লক্ষ লক্ষ টাকা!

Mar 25, 2025 | 11:22 AM

Mediclaim: বিমা করার সময় কোনও ভুল তথ্য দিলে হবে না। বয়স, আয়, পেশা, শখ বা আগের কোনও অসুখ রয়েছে কি না সেই সহ তথ্য বিমা সংস্থাকে সম্পূর্ণ নির্ভুল ভাবে দিতে হবে।

স্বাস্থ্যবিমা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিমা করার সময় কোনও ভুল তথ্য দিলে হবে না। বয়স, আয়, পেশা, শখ বা আগের কোনও অসুখ রয়েছে কি না সেই সহ তথ্য বিমা সংস্থাকে সম্পূর্ণ নির্ভুল ভাবে দিতে হবে। বেশিরভাগ স্বাস্থ্যবিমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনও ক্লেম করা যায় না। এই সময়টা বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। বিমা কেনার প্রথম ৩০ দিনের মধ্যে শুধুমাত্র দুর্ঘটনার উপর কভারেজ পাওয়া যায়।

প্রত্যেক বিমা সংস্থার নেটওয়ার্কের মধ্যে প্রতি শহরেই একাধিক হাসপাতাল থাকে। নেটওয়ার্কের হাসপাতালে হলে ক্যাশলেস চিকিৎসা হয়ে যায়। কিন্তু নেটওয়ার্কের বাইরের হাসপাতালের ক্ষেত্রে ক্যাশলেস চিকিৎসা হয় না। প্রত্যেক স্বাস্থ্যবিমার একটা নির্দিষ্ট সীমা থাকে। সেই সীমা অতিক্রম করে গেলে বাড়তি খরচ রোগীর পরিজনকে বহন করতে হয়। এই ধরণের পরিস্থিতি এড়াতে বিমা করানোর সময় বা বিমা পুনর্নবীকরণ করানোর সময় বিমার কভারেজ বাড়িয়ে নেওয়া অত্যন্ত জরুরি।