WhatsApp New Features: হোয়াট্সঅ্যাপ চ্যাট গোপন রাখবেন কীভাবে?
হোয়াট্সঅ্যাপ এখন শুধু ব্যক্তিগত পরিসরে আবদ্ধ নেই। পেশাগত জীবনেও হোয়াট্সঅ্যাপের ব্যবহার অনেক। হোয়াট্সঅ্যাপ মোবাইলে ছাড়াও,ডেস্কটপ বা ল্যাপটপে অনেকে ব্যবহার করেন। ল্যাপটপের বড় পর্দায়, আপনার সহকর্মীরা আড়ি পাততে পারে।
হোয়াট্সঅ্যাপ এখন শুধু ব্যক্তিগত পরিসরে আবদ্ধ নেই। পেশাগত জীবনেও হোয়াট্সঅ্যাপের ব্যবহার অনেক। হোয়াট্সঅ্যাপ মোবাইলে ছাড়াও,ডেস্কটপ বা ল্যাপটপে অনেকে ব্যবহার করেন। ল্যাপটপের বড় পর্দায়, আপনার সহকর্মীরা আড়ি পাততে পারে। তখন আপনার গোপনীয়তা আর বজায় থাকে না। সেই সমস্যা থেকে মুক্তি কীভাবে?
হোয়াট্সঅ্যাপ এনেছে নতুন বৈশিষ্ট্য। এই সমস্যা দূর করবে ‘ডব্লিউ এ ওয়েব প্লাস’। এর মাধ্যমে আপনার হোয়াট্সঅ্যাপের গোপনীয়তা বজায় থাকবে। আপনি চাইলে কোনও ব্যক্তির মেসেজ, ছবি বা নাম ঝাপসা করতে পারবেন। ডব্লিউ এ ওয়েব প্লাস প্রথমে ডাউনলোড করতে হবে গুগ্ল প্লে স্টোর থেকে। ডাউনলোডের পর ‘শর্টকাট’ টুলবারে ক্লিক করুন। হোয়াট্সঅ্যাপ চালু করার জন্য ক্লিক করতে হবে শর্টকাটে। এক্সটেনশন মেনু চালু করতে আবার ক্লিক করুন শর্টকাটে। হোয়াট্সঅ্যাপকে সুরক্ষিত রাখবে এই ওয়েব প্লাস।
Latest Videos