Low Price Market: এই বাজারে মাছ-মাংসমিলছে ৫০ টাকায়!

Mar 29, 2023 | 12:34 PM

Low Price Market: এই বাজারে মাছ-মাংসমিলছে ৫০ টাকায়!

মূল্যবৃদ্ধির আঁচে বিশ্বজুড়ে নাজেহাল সাধারণ মানুষ। নিম্নবিত্ত, মধ্যবিত্তদের পক্ষে দৈনন্দিন সংসার খরচ চালানোই দায় হয়ে পড়েছে। আর এই বাজারে কিনা মাছ-মাংস মিলছে ৫০ টাকায়। ১০ টাকায় তেল, চিনি,ডাল-সহ বিভিন্ন খাদ্যপণ্য! ‘সাধ্যের বাজার’ থেকে এমন দামেই খাদ্যপণ্য কিনে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। বাংলাদেশের রংপুর সদর উপজেলায় এমনই এক বাজার খোলা হয়েছে। আসলে এটি একটি দোকান। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে সাধর পূরণের জন্য খোলা হয়েছে অস্থায়ী এই দোকান। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে এই দোকান ব্যাপক সাড়া ফেলেছে। গোটা রমজান মাস জুড়ে খোলা থাকবে এই দোকান। দেলোয়ার হোসেন নামে এক কলেজ পড়ুয়ার উদ্যোগে এই দোকান খোলা হয়েছে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন বালাচওড়া এলাকার আরও কয়েকজন শিক্ষার্থী এবং ব্যবসায়ী। রোজ বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে ‘সাধ্যের বাজার’। এই বাজার হাসি ফুটিয়েছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের মুখে। তাঁরা বলছেন,বাজারে একটা ব্রয়লার মুরগি কিনতে গেলে কমপক্ষে ৩০০ থেকে ৪০০ টাকা লাগে। সেখানে ৫০ টাকা দিলেই এই দোকান থেকে প্রয়োজনীয় মাংস পাওয়া যাচ্ছে। কাজেই গরিব মানুষের পাতে অল্প হলেও মাংস উঠছে।