Doctors in UK: ব্রিটেনে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর চাকরির বড় সুযোগ

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 05, 2023 | 5:43 PM

বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে ব্রিটেনের জুনিয়র চিকিৎসকরা। সমস্যায় ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা। ঋষি সুনক এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩ লক্ষের বেশি নিয়োগ করবে ব্রিটেন।

বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটে ব্রিটেনের জুনিয়র চিকিৎসকরা। সমস্যায় ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা। ঋষি সুনক এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩ লক্ষের বেশি নিয়োগ করবে ব্রিটেন। এখন এনএইচএসের ডাক্তারদের ২০% ভারতীয়। কত ভারতীয় পাবেন সুযোগ। ব্রিটেনের এখন এনএইচএসে ১ লক্ষ ১২ হাজার শূন্য পদ। ২০৩৭ এর মধ্যে ব্রিটেন নিয়োগ করবে। ৬০,০০০ ডাক্তার, ১,৭০,০০০ নার্স ও ৭১,০০০ স্বাস্থ্যকর্মী। বিরোধীদের মতে ২০১০ থেকে খারাপ অবস্থা এখন এনএইচএসে। ২০২৫ এ সাধারণ নির্বাচন আর ২০৩৭এ এমনিতেই ৩ লাখের বেশই পদ খালি হবে। বিরোধীদের মতে এগুলো ঋষি সুনকের নির্বাচনী গিমিক। ভারতীয়দের ব্রিটেনে ডাক্তারি করতে ভাষার পরীক্ষা দিতে হয়। পিএলবি পার্ট ১ ও ২ এবং আইইএলটিএস পরীক্ষায় পাশ করতে হয়। আবেদন করতে হয় জেনারেল মেডিক্যাল কাউন্সিলে। সেখানে নাম রেজিস্টার্ড হলে পাবেন এনএইচএসে ইন্টারভিউয়ের চান্স। ইন্টারভিউ পাশ করলে তারপরেই ভারতীয় এমবিবিএস ব্রিটেনে চিকিৎসা করতে পারবেন।