Dhupguri Dog Bite: কুকুরের আতঙ্কে গোটা এলাকা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 22, 2023 | 6:08 PM

পাগলা কুকুরে কামড়ে আহত প্রায় ১২ জন।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের ওভার ব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকায়। গত দুদিন থেকে একটি পাগল কুকুর একাধিক মানুষকে কামড়েছে। গুরুতর আহত হয়েছে ইয়াসমিন পারভিন নামে ৩ বছরের এক শিশু । শিশুর মুখ খুবলে নেয় পাগল কুকুর টি, শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়ি মেডিকেলে কলেজ ও হাসপাতাল।

পাগলা কুকুরে কামড়ে আহত প্রায় ১২ জন।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের ওভার ব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকায়। গত দুদিন থেকে একটি পাগল কুকুর একাধিক মানুষকে কামড়েছে। গুরুতর আহত হয়েছে ইয়াসমিন পারভিন নামে ৩ বছরের এক শিশু । শিশুর মুখ খুবলে নেয় পাগল কুকুর টি, শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়ি মেডিকেলে কলেজ ও হাসপাতাল।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে পড়ে এবং এক এক করে প্রায় ১২ জনকে কামরে আহত করে।ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ব্লকের বিডিও জয়ন্ত রায় ঘটনাস্থলে যান এবং আহত শিশুর পরিবারের সাথে কথা বলে চিকিৎসার সমস্ত ব্যবস্থার আশা দেন।