CAA ক্যাম্পে যাবেন না, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে: অভিষেক

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2025 | 5:48 PM

Abhishek Banerjee On SIR: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "CAA ক্যাম্পে গিয়ে আবেদন করবেন না। তাহলে অসমের মত ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। ২০২১ নির্বাচনে হারার পর বাংলার বিভিন্ন প্রাকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়। বাংলার এখনও বকেয়া ২ লক্ষ কোটি টাকা।"

কলকাতা: ২০০২ সালের পর যে সমস্ত বাংলাদেশি হিন্দু ভারতে প্রবেশ করেছেন, তাঁরা উদ্বেগে রয়েছেন। কারণ ২০০২ সালের ভোটার লিস্টে তাঁদের নাম থাকার কথা নয়। তাহলে? রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপায় বাতলে দিলেন। বললেন, ‘CAA-তে আবেদন করে দিন।’ সোমবার মথুরাপুরে শুভেন্দু বলেন, “ ২০০২ সালের পর যাঁরা এসেছেন,  CAA তে অ্যাপ্লাই করে দিন, বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার শুভেন্দু-সুকান্ত-শমীক।” অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “CAA ক্যাম্পে গিয়ে আবেদন করবেন না। তাহলে অসমের মত ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। ২০২১ নির্বাচনে হারার পর বাংলার বিভিন্ন প্রাকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়। বাংলার এখনও বকেয়া ২ লক্ষ কোটি টাকা।”