AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duare Ration Scam: দুয়ারে রেশনে ওজন কারচুপি!

Duare Ration Scam: দুয়ারে রেশনে ওজন কারচুপি!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 04, 2023 | 8:51 PM

Share

আজ সকাল থেকে শিকারপুর ফ্লাড শেল্টার থেকে দুয়ারে রেশন প্রকল্পে গ্রাহকদের চাল, আটা দেওয়া হচ্ছিল। বেশ কয়েকজন চাল, আটা নিয়ে বাড়ি ফিরেও যান। কিন্তু কয়েকজন গ্রাহকের চালের ওজন নিয়ে সন্দেহ দেখা দেয়। তখন পুনরায় সেই চাল মাপতে বলেন গ্রাহকরা। তখনই ওজনে কারচুপি ধরা পড়ে। প্রত্যেক গ্রাহকের প্রায় ৮০০ গ্রাম থেকে ২ কিলো করে চাল কম দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। রেশন ডিলার প্রণব দাস ও তাঁর কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়

দুয়ারে রেশন প্রকল্পে ওজনে কারচুপির অভিযোগে গ্রাহকদের বিক্ষোভের জেরে উত্তাল হল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের শিকারপুর। গ্রাহকরা বন্ধ করে দিলেন রেশন পরিষেবা। আজ সকাল থেকে শিকারপুর ফ্লাড শেল্টার থেকে দুয়ারে রেশন প্রকল্পে গ্রাহকদের চাল, আটা দেওয়া হচ্ছিল। বেশ কয়েকজন চাল, আটা নিয়ে বাড়ি ফিরেও যান। কিন্তু কয়েকজন গ্রাহকের চালের ওজন নিয়ে সন্দেহ দেখা দেয়। তখন পুনরায় সেই চাল মাপতে বলেন গ্রাহকরা। তখনই ওজনে কারচুপি ধরা পড়ে। প্রত্যেক গ্রাহকের প্রায় ৮০০ গ্রাম থেকে ২ কিলো করে চাল কম দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। রেশন ডিলার প্রণব দাস ও তাঁর কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। এরপর বন্ধ হয়ে যায় রেশন বিলি। ওজনে কারচুপি বিষয়টি স্বীকার করে নিয়েছেন ডিলার প্রণব দাস। কর্মীর ভুলে ওজনে কম দেওয়া হয়েছে বলে তিনি জানান। গ্রাহকদের অভিযোগ, আজ বিষয়টি জানা গেছে। কিন্তু অতীতেও একই ঘটনা ঘটেছে। আমরা চাইছি এই ডিলারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। কাকদ্বীপ মহকুমা খাদ্য নিয়ামক সজল বসাক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ব্লকের দায়িত্বপ্রাপ্ত অফিসার তদন্ত করবেন। অভিযোগ প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।