Supreme Court: নাগরিকত্ব নিশ্চিত হলে তবেই মিলবে ভোটাধিকার, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Matua in Bengal: যাদের নাগরিকত্বের আবেদন এখনও বিচারাধীন, তাঁদের SIR-এর পর ভোটার তালিকায় সংযুক্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আত্মদীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলারই শুনানিতে বড় পর্যবেক্ষণ দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতিদের স্পষ্ট কথা, নাগরিকত্ব নিশ্চিত হলে তবেই মিলবে ভোটাধিকার। এই নতুন পর্যবেক্ষণ নিয়েই এবার শুরু হয়েছে নতুন চর্চা।
নয়া দিল্লি: সিএএ নিয়ে চাপানউতোর তুঙ্গে। তারমাঝেই চলছে এসআইআর। অন্যদিকে মতুয়াদের ভোটাধিকার মিলবে কি মিলবে না তা নিয়েও বিগত কয়েক মাস ধরে চর্চার অন্ত নেই। এরইমধ্যে যাদের নাগরিকত্বের আবেদন এখনও বিচারাধীন, তাঁদের SIR-এর পর ভোটার তালিকায় সংযুক্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আত্মদীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলারই শুনানিতে বড় পর্যবেক্ষণ দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতিদের স্পষ্ট কথা, নাগরিকত্ব নিশ্চিত হলে তবেই মিলবে ভোটাধিকার। এই নতুন পর্যবেক্ষণ নিয়েই এবার শুরু হয়েছে নতুন চর্চা।
Latest Videos

