Duare Ration Scheme: আগে কুপন, পরে পণ্য, এখন বিক্ষোভ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 21, 2023 | 7:59 PM

Duare Ration Scheme: দুয়ারে রেশনে আগে দেওয়া হচ্ছিল কুপন। পরে দেওয়ার কথা ছিল পণ্য। কিন্তু এই পদ্ধতি মানতে নারাজ গ্রাহকরা। প্রতিবাদে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন দেখালেন গ্রাহকরা। ঘটনাটি বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের।

দুয়ারে রেশনে আগে দেওয়া হচ্ছিল কুপন। পরে দেওয়ার কথা ছিল পণ্য। কিন্তু এই পদ্ধতি মানতে নারাজ গ্রাহকরা। প্রতিবাদে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন দেখালেন গ্রাহকরা। ঘটনাটি বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের।

মঙ্গলবার ছিল বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের দুয়ারে রেশন। এদিন রেশন ডিলার আশিস ঘোষ লারিকা এলাকায় এই ক্যাম্প করছিলেন। গ্রাহকদের অভিযোগ, এর আগে আগেও বহুবার কুপন দিয়ে তিনি রেশনের সামগ্রী দেননি। আর সেই সমস্ত সামগ্রী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ গ্রাহকদের। তাই এদিনও আগের বারের মতো ঘটনা মানতে নারাজ গ্রাহকরা। প্রতিবাদে আগে রেশনের পণ্য তারপরে কুপন এই দাবি তুলেই ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

রেশন ডিলার আশিস ঘোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন এখন রেশনের পণ্য নেই তাই দেওয়া যাচ্ছে না। আগামী বৃহস্পতিবার গ্রাহকদের পণ্য দিয়ে দেওয়া হবে। তবে আগে কুপন নিয়ে পণ্য না দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি।

Published on: Nov 21, 2023 07:58 PM