Viral Video: তর্পণ শুরুর আগেই বোমাবাজি, ধাত্রীগ্রামের ঘটনায় তাজ্জব সকলে
Dhatrigram: নদীর বুকে যেখানে যেখানে কুমির ঘাপটি মেরে থাকতে পারে, সেই সব স্থান চিহ্নিত করে ছোড়া হয় জলবোমা!
পূর্ব বর্ধমান: ভিড়ে ভিড় নদীর ধার। তর্পণ শুরুর আগে ফাটছে বোমা! চাঞ্চল্যকর ঘটনায় তাজ্জব সকলেই। কেন এমন কাণ্ড? সূত্রের খবর, কুমির তাড়াতে ছুড়তে হয়েছে বোমা। কালনার ধাত্রীগ্রামে ভাগীরথী কুমির হটাতেই এমন ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীতে লুকিয়ে রয়েছে কুমির, তাই তর্পণ চলাকালীন যাতে দুর্ঘটনা না ঘটে, তাই ফাটানো হয় বোমা।
মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে জলবোমা ফাটানো হয়েছে বলে খবর সূত্রের। বন দফতরের তরফে নদীতে লাগাতার মাইকিং করা হয়। সতর্কতামূলক প্রচারও চলে বলে খবর। নদীর বুকে যেখানে যেখানে কুমির ঘাপটি মেরে থাকতে পারে, সেই সব স্থান চিহ্নিত করে ছোড়া হয় জলবোমা। বোমাবাজির পরই নিরাপদে নদীতে তর্পণ সারেন স্থানীয়রা, খবর সূত্রের।
Published on: Sep 25, 2022 04:11 PM