FIFA World Cup 2022: কাতারে গিয়ে করবেন নাকি এই কোয়াড বাইক সাফারি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 20, 2022 | 6:20 PM

কোয়াড বাইকে চড়ার খরচ আপনার পকেটের নাগালেই রয়েছে। কোয়াড বাইকে চড়তে যদি চান, রয়েছে অনেক ক্যাটাগরিও।

কালো সোনার দেশে, পর্ব – ৪

কাতারে গিয়ে করবেন নাকি কোয়াড বাইক সাফারি? সেখানকার জনপ্রিয় এক বাহনের নাম কোয়াড বাইক। কাতারের রাজধানী দোহাতে এর জনপ্রিয়তা তুঙ্গে। সপ্তাহান্তে এ দেশের মানুষ দোহাতে ভিড় জমায় কোয়াড বাইকে চেপে একবার ডেসার্ট সাফারি করবেন বলে। মরুভূমির একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে মুহূর্তে চলে যাওয়া। এ আবেশে দিশেহারা হতে আর কে চায়না।

কোয়াড বাইকে চড়ার খরচ আপনার পকেটের নাগালেই রয়েছে। কোয়াড বাইকে চড়তে যদি চান, রয়েছে অনেক ক্যাটাগরি-

  • দোহায় কোয়াড বাইক রাইড-

১. ডেসার্ট সাফারি

২. ওভারনাইট সাফারি

৩. পোলারিস ডেসার্ট ট্যুর

৪. সি লাইন বিচ কোয়াড বাইকিং

কোয়াড বাইকিংয়ের ক্যাটালগেই স্পষ্ট, শুধু মরুভূমি নয়, সমুদ্র বরাবর বালুকাবেলায় চালাতে পারবেন এই কোয়াড বাইক। কোয়াড বাইক বুক করা যায় দুভাবে

কোয়াড বাইক বুকিং- অফলাইন ও অনলাইন দু’ভাবেই করা যাবে কোয়াড বাইক বুকিং। অনলাইনের ক্ষেত্রে কোয়াড বাইকের সংশ্লিষ্ট সংস্থায় ইমেল করলে হতে পারে বুকিং। বা কোনও ট্রাভেল অ্যাপের মাধ্যমে আপনি বুক করতে পারবেন কোয়াড বাইক কাতারে যদি বিশ্বকাপ দেখার প্ল্যান করেই থাকেন, একবার মেসি-রোনাল্ডোদের লড়াই দেখার ফাঁকে ঘুরেই আসুন না কোয়াড বাইকের ডেরায়। ট্যুর কিন্তু জমে যাবে।