SIR in Bengal: বিশেষ পরিমার্জনের জন্য বিশেষ সফ্টওয়্যার চালু করল কমিশন

| Edited By: Avra Chattopadhyay

Dec 05, 2025 | 12:32 PM

Special Software For Special Revision: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার মাঝেই বড় সিদ্ধান্ত দেশের নির্বাচন কমিশনের। ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার চিহ্নিতকরণে নতুন সফ্টওয়্যার চালু করল তারা। নাম ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি। কিন্তু কীভাবেই বা কাজ করবে এটি? লাভের লাভ কি কিছু হবে?

কলকাতা: বিশেষ পরিমার্জনের কাজে বিশেষ সফ্টওয়্যার। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার মাঝেই বড় সিদ্ধান্ত দেশের নির্বাচন কমিশনের। ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার চিহ্নিতকরণে নতুন সফ্টওয়্যার চালু করল তারা। নাম ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি। কিন্তু কীভাবেই বা কাজ করবে এটি? লাভের লাভ কি কিছু হবে?

বৃহস্পতিবার থেকে চালু হয়ে গিয়েছে এই বিশেষ সফ্টওয়্যার। যা ব্যক্তিগত তথ্যের মিল খুঁজে দ্রুত চিহ্নিত করবে। ভুল তথ্য এন্ট্রি হলে তা দেখতে পারবেন ইআরও-রা। সেই মতো সেটি বিএলওদের শুধরে নিতে বলবেন ERO-রা। ভোটার তালিকাকে আরও পরিশুদ্ধ করতেই এই বিশেষ পদ্ধতি কমিশনের।