কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 24, 2025 | 7:13 PM

SIR-এ শুনানি পর্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মাইক্রো অবজার্ভাররা। বুধবার ৪ হাজারের বেশি মাইক্রো অবজার্ভারের প্রশিক্ষণ হল নজরুল মঞ্চে। প্রত্যেক মাইক্রো অবজার্ভার ২ ঘণ্টা করে সময় পেয়েছেন প্রশিক্ষণের জন্য। তাঁদের প্রশিক্ষণ দিতে সরাসরি সিইও দফতর থেকে বরিষ্ঠ আধিকারিকরা আসেন। শুনানি পর্বে কীভাবে গোটা দায়িত্ব পালন করা হবে তা বোঝানো হয় মাইক্রো অবজার্ভারদের। রাজ্যের সব জেলার মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং হয় নজরুল মঞ্চে। মাইক্রো অবজার্ভার হিসেবে যাঁরা প্রশিক্ষণ নিলেন, তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি ও কেন্দ্রীয় সরকার পোষিত সংস্থায় কর্মরত বলে জানা যাচ্ছে। 

SIR-এ শুনানি পর্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মাইক্রো অবজার্ভাররা। বুধবার ৪ হাজারের বেশি মাইক্রো অবজার্ভারের প্রশিক্ষণ হল নজরুল মঞ্চে। প্রত্যেক মাইক্রো অবজার্ভার ২ ঘণ্টা করে সময় পেয়েছেন প্রশিক্ষণের জন্য। তাঁদের প্রশিক্ষণ দিতে সরাসরি সিইও দফতর থেকে বরিষ্ঠ আধিকারিকরা আসেন। শুনানি পর্বে কীভাবে গোটা দায়িত্ব পালন করা হবে তা বোঝানো হয় মাইক্রো অবজার্ভারদের। রাজ্যের সব জেলার মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং হয় নজরুল মঞ্চে। মাইক্রো অবজার্ভার হিসেবে যাঁরা প্রশিক্ষণ নিলেন, তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি ও কেন্দ্রীয় সরকার পোষিত সংস্থায় কর্মরত বলে জানা যাচ্ছে।