বান্ডিল বান্ডি টাকা, সোনা; তল্লাশিতে নেমে উদ্ধার ইডির
শুক্রবার সাতসকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল-সহ রাজ্যের ২৫টি জায়গায় তল্লাশি চালাল ইডি। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের ১৮টি জায়গায়ও তল্লাশি চালানো হয়। কয়লা চুরির মামলায় এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। সল্টলেকের দুটি জায়গায় তল্লাশি চালানো হয়। হাওড়ার সলপে এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। দুই রাজ্যে তল্লাশি চালিয়ে নগদ কয়েক কোটি টাকা ও গয়না উদ্ধার করে ইডি। ইডির পাশাপাশি এদিন কলকাতার লেকটাউনে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ব্যাঙ্ক প্রতারণার মামলার তদন্তে ওই ব্যবসায়ীর বাড়িতে আসে সিবিআইয়ের টিম।
শুক্রবার সাতসকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল-সহ রাজ্যের ২৫টি জায়গায় তল্লাশি চালাল ইডি। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের ১৮টি জায়গায়ও তল্লাশি চালানো হয়। কয়লা চুরির মামলায় এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। সল্টলেকের দুটি জায়গায় তল্লাশি চালানো হয়। হাওড়ার সলপে এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। দুই রাজ্যে তল্লাশি চালিয়ে নগদ কয়েক কোটি টাকা ও গয়না উদ্ধার করে ইডি।
ইডির পাশাপাশি এদিন কলকাতার লেকটাউনে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ব্যাঙ্ক প্রতারণার মামলার তদন্তে ওই ব্যবসায়ীর বাড়িতে আসে সিবিআইয়ের টিম।
Published on: Nov 21, 2025 06:37 PM
