Anirban Chakraborty Accident: বাস ধাক্কা মেরে তুবড়ে দিল ‘একেনবাবু’র গাড়ি! কী অবস্থা অভিনেতার?

|

Dec 06, 2025 | 5:17 PM

Anirban Chakraborty Car Accident: দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। সজোরে বাস এসে ধাক্কা মারল অভিনেতার গাড়ির পিছনে। আজ, ৬ ডিসেম্বর সকালে টালিগঞ্জ রেল স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বাঁচেন অভিনেতা, ভেঙে যায় গাড়ির কাচ, গাড়ির পিছনের অংশটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।

দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। সজোরে বাস এসে ধাক্কা মারল অভিনেতার গাড়ির পিছনে। আজ, ৬ ডিসেম্বর সকালে টালিগঞ্জ রেল স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বাঁচেন অভিনেতা, ভেঙে যায় গাড়ির কাচ, গাড়ির পিছনের অংশটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, টালিগঞ্জ রেল স্টেশনের ঠিক আগে একটি গলি থেকে আচমকা একটি গাড়ি বেরিয়ে আসে, সেই কারণেই তাঁর গাড়ি ব্রেক কষে। সেই সময়ই পিছন থেকে এসে বাসটি ধাক্কা মারে। অভিনেতা গাড়ি থেকে বেরিয়ে আসলেও, বাসচালক নামেননি, উল্টে তিনি অভিনেতাকেই ধমকান এবং গাড়ি সরাতে বলেন। বাস চালক কার্যত অভিনেতাকেই বোঝান যে তাঁর ভাগ্য ভাল আরও বড় দুর্ঘটনা ঘটেনি। তিনি গুরুতর আহত হননি।