SIR in Bengal: কোথায় লুকিয়ে ‘ভূত’? ধরতে এবার কমিশনের ৭ দফা নির্দেশ

| Edited By: জয়দীপ দাস

Dec 05, 2025 | 9:16 PM

SIR in Bengal: খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বাড়লেও কাজের জন্য হাতে আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে গেল বিশেষ সতর্কবার্তা। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছেও গেল সতর্কতা।

কলকাতা: মৃত ভোটার নিয়ে চাপানউতোর কম নেই। এখনও পর্যন্ত যত ভোটারের এনুমারেশন ফর্ম ফেরত এসেছে তাদের মধ্যে বড় অংশই মৃত ভোটার বলে জানা যাচ্ছে। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বাড়লেও কাজের জন্য হাতে আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে গেল বিশেষ সতর্কবার্তা। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছেও গেল সতর্কতা। দেওয়া হল ৭ দফা নির্দেশ। ডেটাবেসে মৃত ভোটারদের যে তালিকা তৈরি হয়েছে তা ফের যাচাই করার কথা বলছে কমিশন।

Published on: Dec 05, 2025 09:15 PM