Election Commission, SIR: আপনার কাছে এল কমিশনের সমন?
SIR Hearing: খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কি? তা নিয়েও এখনও নিশ্চিত নয় কমিশন। জানা গিয়েছে, ১ কোটি ৫০ লক্ষ ভোটার রয়েছে কমিশনের সন্দেহের তালিকায়। প্রয়োজনে তাদেরও শুনানিতে ডাকা হবে বলেই খবর।
নোটিস পাঠানো শুরু করছে কমিশন। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলেই ডেকে পাঠানো হবে ভোটারদের। অর্থাৎ, কোনও ভোটারের বাবা, মা, ঠাকুমা বা ঠাকুরদার নাম যদি ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে, তাহলেই তাকে ডেকে পাঠাতে পারে কমিশন। এমন মোট ৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে বলেই জানা গিয়েছে। খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কি? তা নিয়েও এখনও নিশ্চিত নয় কমিশন। জানা গিয়েছে, ১ কোটি ৫০ লক্ষ ভোটার রয়েছে কমিশনের সন্দেহের তালিকায়। প্রয়োজনে তাদেরও শুনানিতে ডাকা হবে বলেই খবর।
Published on: Dec 19, 2025 05:51 PM