Dooars Elephant News: রাস্তা পার হচ্ছে ২৫ হাতির দল!
পঞ্চমির সাতসকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের অন্তর্গত গ্রাস মোর চা দোকান সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে সদ্যজত সহ ২৫ টি হাতির একটি দল যা দেখতে ভিড় জমিয়েছে পথ চলতি মানুষ।ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গ্লাস মোর চা বাগান সংলগ্ন এলাকায়।
পঞ্চমির সাতসকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের অন্তর্গত গ্রাস মোর চা দোকান সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে সদ্যজত সহ ২৫ টি হাতির একটি দল যা দেখতে ভিড় জমিয়েছে পথ চলতি মানুষ।ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গ্লাস মোর চা বাগান সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে একটি হাতির দল খাওয়ারের সন্ধানে এই এলাকায় ঢুকেছিল।
ভোরের আলো ফুটতে আজ সকালে হাতির দলটি ১৭ নম্বর জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ফেরার পথে হাতি গুলিকে দেখতে মানুষ ভীর জমান। ইচ্ছুক সাধারন মানুষ সেই ছবি মোবাইল বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।শাবক সহ হাতির পালের জাতীয় সড়ক টপকানো প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে গ্রাসমোড় চা বাগান লাগোয়া এলাকায়। সেই দৃশ্য দেখতে ভোর থেকেই সেখানে ভিড় জমাচ্ছেন অনেকে। দূর থেকে ঐরাবত বাহিনীকে নিজেদের মোবাইলবন্দিও করছেন স্থানীয়রা। বাগানের ৪ নম্বর গেট দিয়ে এক পাল হাতির এমন আনাগোনা। ফলে সতর্ক থাকতে হচ্ছে বন দপ্তরকেও।
জানা গিয়েছে, অন্তত ৪০টি হাতির একটি পাল এই মূহুর্তে ডায়নার জঙ্গলে রয়েছে। সেগুলিই প্রতিদিন সন্ধ্যায় একবার ১৭ নম্বর জাতীয় সড়ক পেরোচ্ছে আবার পরদিন ভোরে আরেকবার। উদ্দেশ্য, ওই রুট ধরে লুকসান চা বাগানের সীমান্ত পেরিয়ে ভুটানে প্রবেশ। প্রতিবেশী দেশের সদ্য পাকা ধান খেত সাবাড় করে তবেই নিজেদের ডেরা ডায়নার জঙ্গলে ফিরছে হাতির পাল। কখনও ভুটানে না গিয়ে লুকসান বাগানের জঙ্গল লাইন লাগোয়া স্থানীয় চাষিদের ধানের জমিতে গিয়েও সারারাত দাপিয়ে বেড়াচ্ছে হাতির পালটি। গত ১ মাস ধরে এমনটাই চলছে বলে জানান এলাকার বাসিন্দারা। ডায়নার রেঞ্জার অশেষ পাল বলেন, বুনোগুলির ওপর প্রতিদিন সন্ধ্যে থেকে পরদিন সকালে জঙ্গলে ফেরা না পর্যন্ত সতর্ক নজর রাখা হচ্ছে।