Kaziranga National Park: কাজিরাঙা জাতীয় উদ্যানে বন্ধ হাতি সাফারি, কেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 07, 2023 | 4:50 PM

আগামী ৭ ও ৮ এপ্রিল কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের উদ্যোগে গজ উৎসব। ৩০ বছরের ‘প্রজেক্ট এলিফ্যান্টের সাফল্য নিয়েই গজ উত্‍সবের পরিকল্পনা । দেশে হাতির সংখ্যা বৃদ্ধি ও হাতি সংরক্ষণ, সচেতনতা বাড়াতে এই উৎসব

সেরা ওয়াইল্ড লাইফ ডেসটিনেশনের শিরোপা পাওয়া কাজিরাঙা জাতীয় উদ্যানে বন্ধ হাতি সাফারি। আগামী ৭ ও ৮ এপ্রিল কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের উদ্যোগে গজ উৎসব। ৩০ বছরের ‘প্রজেক্ট এলিফ্যান্টের সাফল্য নিয়েই গজ উত্‍সবের পরিকল্পনা । দেশে হাতির সংখ্যা বৃদ্ধি ও হাতি সংরক্ষণ, সচেতনতা বাড়াতে এই উৎসব । হাতি সাফারিতে ঢিল ছোঁড়া দুরত্বে একশৃঙ্গ গণ্ডার, বাঘ, হরিণ, বাইসন, কুমির আর পাখি দেখতে যান অনেকেই । তাঁদের হতাশ হতে হবে এই দুদিন। এই উত্‍সব কেবল মাত্র হাতি সংরক্ষণের জন্য নয় । মানুষের সঙ্গে হাতির নিবিড় সংযোগ স্থাপন, সাধারণ মানুষের মধ্যে হাতির স্বভাব নিয়ে সচেতনতা বাড়ানো, হিউম্যান এনিম্যাল কনফ্লিক্ট কমানো,হাতির চলাচলের পথ বা করিডোর সুরক্ষিত করা, সংরক্ষিত বনে হাতির সুস্থ স্বাভাবিক জীবন প্রদান করতে এই উদ্যোগ। এই অভিনব উত্‍সবের উদ্বোধন করবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭ এপ্রিল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে ধুমধাম করে গজ উত্‍সবের সূচনা হবে ।