Home Loan: আপনার হোম লোনের EMI কি কমেছে?

Mar 28, 2025 | 6:10 PM

RBI Repo Rate: ২১ মার্চের তথ্য বলছে, আরবিআই রেপো রেট কমানোর পরও ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা লোনের সুদের হার অপরিবর্তিত রেখেছেন অ্যাক্সিস ব্যাঙ্ক। সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক।

আরবিআইয়ের রেপো রেট কমানোর পর প্রতিটা ব্যাঙ্কের লোনের উপর ফ্লোটিং সুদের হারও ০.২৫ শতাংশ করে কমে যাওয়া উচিৎ। কিন্তু অনেক ক্ষেত্রে এমন খবর মিলেছে যে ব্যাঙ্কগুলো লোনের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্টের পরিবর্তে ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে।

ব্যাঙ্কবাজার ডট কমের (একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সংস্থার ওয়েবসাইট) ২১ মার্চের তথ্য বলছে, আরবিআই রেপো রেট কমানোর পরও ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা লোনের সুদের হার অপরিবর্তিত রেখেছেন অ্যাক্সিস ব্যাঙ্ক। সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। তাদের এই তথ্য অনুযায়ী, রেপো রেট কমার পর সবচেয়ে কম ৮.১০ শতাংশ হারে হোম লোন দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Mar 28, 2025 06:04 PM