EPFO Pension: ৬০ নয়, এবার কি কম বয়সে চাকরি ছাড়লেই পাবেন পেনশন?

Dec 19, 2025 | 5:26 PM

Employees' Provident Fund Organisation: ন্যূনতম পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করার বিষয়েও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী জানান, এই স্কিম এমপ্লয়ার ও কেন্দ্রীয় সরকারের অনুদানে চলে। ২০১৯ সালের মার্চ মাসের মূল্যায়ন অনুযায়ী, এই তহবিলে ঘাটতি রয়েছে।

আচ্ছা, এবার কি ৫০ বছর বা তার আগে থেকেই পেতে পারেন পেনশন? লোকসভার এবার এই প্রশ্নের একটা সোজাসাপ্টা উত্তর দিয়ে দিলেন দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে। তিনি বলেন ২০২৫ সালে নতুন করে এমন কোনও নিয়ম আনা হয়নি। এ ছাড়াও আরও একটা খারাপ খবরও রয়েছে এখানে। ন্যূনতম পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করার বিষয়েও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী জানান, এই স্কিম এমপ্লয়ার ও কেন্দ্রীয় সরকারের অনুদানে চলে। ২০১৯ সালের মার্চ মাসের মূল্যায়ন অনুযায়ী, এই তহবিলে ঘাটতি রয়েছে। তবে, সরকার বাজেট থেকে প্রতি মাসে এক হাজার টাকা ন্যূনতম পেনশন হিসাবে দেওয়া জারি রাখবে।

Published on: Dec 19, 2025 05:26 PM