SIR-এর Enumeration Form-এ ভুল! কীভাবে লিখবেন সঠিক তথ্য?

Nov 20, 2025 | 6:36 PM

SIR, Enumeration Form: এনুমারেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে কোনও জায়গায় কোনও ভুল লিখে ফেললেন। অনেকেরই হয়তও এমন হয়েছে। এই ক্ষেত্রে কী করবেন আপনি? কী বলছেন বিএলওরা? বরাহনগর থেকে বেলেঘাটা, কী বলছেন বিভিন্ন এলাকার কমিশনের প্রতিনিধিরা?

আপনি যদি এনুমারেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে কোনও জায়গায় কোনও ভুল লিখে ফেললেন। অনেকেরই হয়তও এমন হয়েছে। এই ক্ষেত্রে কী করবেন আপনি? কী বলছেন বিএলওরা? বরাহনগর থেকে বেলেঘাটা, কী বলছেন বিভিন্ন এলাকার কমিশনের প্রতিনিধিরা?

বরাহনগরের এক বিএলও এই ভুলের কথা শুনে আমাকে বলল যদি একটা ফর্মে ভুল হয়ে থাকে তাহলে অন্যটায় স্পষ্ট করে সব তথ্য লিখতে। আর যদি দুটোতেই ভুল ফিলআপ হয়ে থাকে তাহলে পেন দিয়ে কেটে পাশের ফাঁকা জায়গায় সঠিক তথ্য দিয়ে পূরণ করে দিতে।

বেলেঘাটার এক বিএলও জানিয়েছেন ভুল হয়ে থাকলে ভুলের উপর হোয়াইটনার দিয়ে সেই ভুল মুছে দিয়ে, তার উপর সঠিক ভাবে ফিলআপ করতে।

Published on: Nov 20, 2025 06:08 PM