Sundarbans Railway Project: ১৪ বছর পরেও হয়নি রেলপথ!

Sundarbans Railway Project: ১৪ বছর পরেও হয়নি রেলপথ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 20, 2023 | 3:36 PM

একযুগ কেটে গেলেও সুন্দরবন পাইনি রেলপথ, অধরাই স্বপ্ন। ইউপিএ ২ বরাদ্দ করেছিল ২৬০ কোটি ১০ লক্ষ টাকা। কিন্তু আজও রেলপথ পাইনি সুন্দরবন। ১৪ বছর পরেও একরাশ ক্ষোভ ও হতাশা প্রান্তিক মানুষের।

একযুগ কেটে গেলেও সুন্দরবন পাইনি রেলপথ, অধরাই স্বপ্ন। ইউপিএ ২ বরাদ্দ করেছিল ২৬০ কোটি ১০ লক্ষ টাকা। কিন্তু আজও রেলপথ পাইনি সুন্দরবন। ১৪ বছর পরেও একরাশ ক্ষোভ ও হতাশা প্রান্তিক মানুষের। এই রেলপথ সুন্দরবনের পর্যটনের ভৌগোলিক মানচিত্রে আরো বেশি যোগসূত্র তৈরি করতে পারে। তা না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন প্রান্তিক এলাকার মানুষজন। ২০০৯ সালে ইউপিএ ২ এর তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনে রেলপথের কথা প্রথম ঘোষণা করেন। তার জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রথম পর্যায়ের কাজ হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত ১৭.৩৭ কিলোমিটারের জন‍্য। সেই সময় জমির মাপ যোগের পর জমি দাতারা জমি দিতেও ইচ্ছুক প্রকাশ করেছিল। কিন্তু সেই রেলপথের কোন কাজ আজও হয়নি। হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেলের জমি লাগবে ৯৬.৪৬ হেক্টর। ২০২২ সাল পর্যন্ত ২৬০ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। সামনেই লোকসভা ভোট। সুন্দরবনের রেল পথ নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতারাও। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তুলসী দাস বলেন, “২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের বাজেটে প্রথম হিঙ্গলগঞ্জ অবধি রেল লাইনের প্রস্তাব দিয়েছিলেন। তারপর থেকে অধরাই থেকে গেলেন সুন্দরবনের প্রান্তিক মানুষজন।” হিঙ্গলগঞ্জ অবধি রেললাইন সম্প্রসারণের জন্য ইছামতি ও কালিন্দী নদীর উপরে দুটি ব্রিজও প্রয়োজন। বিষয়টিকে কটাক্ষ করে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত বলেন, “সামনে লোকসভা ভোট প্রান্তিক মানুষকে বোকা বানানোর জন্য রেলের কথা বলা হচ্ছে। যা করা হয়েছিল ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন। গত সাড়ে ৯ বছরে সুন্দরবনের মানুষের কথা ভাবিনি কেন্দ্র সরকার। ২০২৪ সালে জোটের সরকার আসলে আমরা আশাবাদী রেলের কাজ সম্পূর্ণ হবে।”