Viral Video: ‘ডাক ওয়াক’ দেখেছেন কখনও?
হাঁসটি চলার সময় এবার রাস্তার ডান দিকে আবার কখনও বাম দিকে পা যাচ্ছে। এমনভাবে সামনের দিকে এগোচ্ছে যেন মডেলিং-এর জন্য তার বিশেষ প্রশিক্ষণ নেওয়া আছে।
র্যাম্প ওয়াক বা ক্যাট ওয়াকের কথা তো শুনেছেন? কিন্তু ডাক ওয়াকের কথা শোনেননি। আর সেটাই যদিও স্বাভাবিক। ভাবছেন তো যে “ডাক ওয়াক”? সেটি আবার কী? তবে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হাঁস ফাঁকা রাস্তায় হাঁটতে শুরু করেছে। তাকে দেখলেই বোঝা যায় যেন কেউ ফ্যাশন শোতে হাঁটছে। হাঁসটি চলার সময় এবার রাস্তার ডান দিকে আবার কখনও বাম দিকে পা যাচ্ছে। এমনভাবে সামনের দিকে এগোচ্ছে যেন মডেলিং-এর জন্য তার বিশেষ প্রশিক্ষণ নেওয়া আছে। এই ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজ়েন তাদের হাসি ধরে রাখতে পারেনি।
Published on: Feb 13, 2023 09:55 PM