Maynaguri: পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে ময়নাগুড়ি
গত ২৪ ঘণ্টায় ময়নাগুড়িতে একটি পাগলা কুকুর অন্তত ২০ জনকে কামড়েছে।আর এই কুকুরটি গত ৩ মাসে ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় অন্তত ৫০ জন মানুষ ও অসংখ্য গবাদি পশুকে কামড়েছে। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়াবাড়ি, খুকশিয়া, টেকাটুলি, নীরেন্দ্র পুর সহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে একটি পাগলা কুকুর ঘুরে বেড়াচ্ছিল। ওই […]
গত ২৪ ঘণ্টায় ময়নাগুড়িতে একটি পাগলা কুকুর অন্তত ২০ জনকে কামড়েছে।আর এই কুকুরটি গত ৩ মাসে ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় অন্তত ৫০ জন মানুষ ও অসংখ্য গবাদি পশুকে কামড়েছে। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়াবাড়ি, খুকশিয়া, টেকাটুলি, নীরেন্দ্র পুর সহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে একটি পাগলা কুকুর ঘুরে বেড়াচ্ছিল। ওই কুকুরটি গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত গত ২৪ ঘন্টায় অন্তত ২০ জন মানুষকে কামড়েছে। এর পাশাপাশি প্রচুর গবাদি পশুকেও কামড়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের।
গত ২৪ ঘণ্টায় কুকুরটি অনেকের মুখে, মাথায়, চোখে ও শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়েছে। আহতরা অনেকেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এসেছিল। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে। যারা গুরুতর আহত তাদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
কুকুরটির পরের পর হামলার ফলে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাই গ্রামবাসীরা কুকুরটিকে উদ্ধারের জন্য আবেদন জানিয়েছেন।
মহম্মদ শাহী আলম বলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আচমকাই আমার মুখের ওপর কুকুরটি হামলা চালালো।
শিবা সরকার নামে স্থানীয় বাসিন্দা জানান কুকুরটি আমাদের গ্রাম সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গত ৩ মাসে অন্তত ৫০ জনকে কামড় দিয়েছে। এছাড়া অসংখ্য গবাদি পশুকে কামড়েছে। এখন কুকুরটিকে গ্রামে আসতে দেখলেই আমরা দড়জা আটকে দেই।গত কাল আমাদের পাড়াতেই অন্তত ৭ জনকে কামড়েছে। আমরা চাই এই কুকুরটিকে ধরে নিয়ে যাক।
ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শিতেস বর জানিয়েছেন যারা আমাদের এখানে এসেছে তাদের যাবতীয় চিকিৎসা সহ জলাতঙ্কর ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। যাদের আঘাত গুরুতর তাদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।