Delhi Blast: নবি উমরের গাড়ির পরীক্ষা ফরেন্সিক টিমের
Delhi Blast: তদন্তে নেমেই সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং তাতেই আবছা দেখা গিয়েছিল ডঃ উমর নবিকে। ঘটনার দিন অর্থাৎ ১০ নভেম্বর দীর্ঘক্ষণ তাঁকে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল। বিস্ফোরণের আগের মুহূর্তেও উমরই গাড়ি চালাচ্ছিলেন।
নয়া দিল্লি: লালকেল্লার সামনে বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় ব্রেক-থ্রু পেল তদন্তকারীরা। ডিএনএ পরীক্ষা করে জানা গেল, সোমবারের আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল চিকিৎসক উমর নবিই। আল ফালাহ মেডিক্যাল কলেজে কর্তব্যরত এই চিকিৎসককেই সাদা রঙের আই-২০ গাড়িতে দেখা গিয়েছিল। লালকেল্লার পার্কিং লটে তিন ঘণ্টা অপেক্ষা করার পর উমর গাড়ি নিয়ে বের হয় এবং রিং সার্কেলের কাছে সিগন্যালে দাঁড়াতেই ভয়াবহ বিস্ফোরণ হয়। তদন্তে নেমেই সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং তাতেই আবছা দেখা গিয়েছিল ডঃ উমর নবিকে। ঘটনার দিন অর্থাৎ ১০ নভেম্বর দীর্ঘক্ষণ তাঁকে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল। বিস্ফোরণের আগের মুহূর্তেও উমরই গাড়ি চালাচ্ছিলেন। এবার ডিএনএ পরীক্ষাতে জানা গেল যে আই-২০ গাড়িটি চালাচ্ছিলেন খোদ উমর নবিই।
Published on: Nov 13, 2025 04:22 PM