Britain-র কাছে হিসাব চাইছে প্রাক্তন উপনিবেশগুলো, ভারতের পাওনা কোহিনূর ও ২৫০ লক্ষ কোটি টাকা!
Britain, Koh-i-Noor: এবার ব্রিটেনের কাছ থেকে হিসাব চাইছে কমনওয়েলথ দেশগুলো। কিছু দিন আগেই ভারত ফিরিয়ে নিয়ে এসেছে শিবাজির বাঘ নখ। হিসাব বলছে, ব্রিটেনের থেকে ভারতের পাওনা ২৫০ লক্ষ কোটি। ভারত ফেরত চায় কোহিনূর, মিশর চায় রোসেটা স্টোন।
বদলেছে সময়। আর সময়ের দাবি মেনেই বদলেছে একদা পৃথিবীর একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী দেশগুলোর ক্ষমতাও। একদা নেদারল্যান্ডস বা ডাচরা লুঠ করেছিল নাইজেরিয়ার বেনিন ব্রোঞ্জ। আর বর্তমানে আফ্রিকান ইউনিয়ন ও নাইজেরিয়ার চাপের মুখে সেই সব বেনিন ব্রোঞ্জ ফেরত দিল নেদারল্যান্ডস।
এই বেনিন ব্রোঞ্জ লুঠ করেছিল ইংরেজরাও। নাইজেরিয়া সেই সবও ফেরত চাইছে তাদের থেকে। বিভিন্ন কলোনিগুলো থেকে প্রায় ৫৭০ কোটি টাকা লুঠ করেছিল ইংল্যান্ড। এবার ব্রিটেনের কাছ থেকে হিসাব চাইছে কমনওয়েলথ দেশগুলো। কিছু দিন আগেই ভারত ফিরিয়ে নিয়ে এসেছে শিবাজির বাঘ নখ। হিসাব বলছে, ব্রিটেনের থেকে ভারতের পাওনা ২৫০ লক্ষ কোটি। ভারত ফেরত চায় কোহিনূর, মিশর চায় রোসেটা স্টোন।
Published on: Nov 04, 2025 04:49 PM