‘ভারত এখনও যুদ্ধ শুরুই করল না, এবার কি বিরিয়ানি বিক্রি করবে পাকিস্তান?’, ২ দিনেই পাকিস্তানের মানচিত্র বদলের হুঁশিয়ারি শোনালেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী!

May 10, 2025 | 2:23 PM

Pakistan-India War Situation: 'ভারত এখনও পাকিস্তানে পা-ই রাখেনি। যেদিন রাখবে সেদিন পাকিস্তান বুঝবে যুদ্ধ কী?', একপ্রকার হুমকি শোনা গেল প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর গলায়।

পাকিস্তানকে পাল্টা আঘাত, ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করতে চাইলেন না প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। তিনি বলছেন, পহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাত করেছে ভারত। ‘ভারত এখনও পাকিস্তানে পা-ই রাখেনি। যেদিন রাখবে সেদিন পাকিস্তান বুঝবে যুদ্ধ কী?’, একপ্রকার হুমকি শোনা গেল তাঁর গলায়।

‘ভারত এখনও যুদ্ধ শুরুই করল না। …এবার কি বিরিয়ানি বিক্রি করবে পাকিস্তান?’, পাকিস্তানকে নিয়ে কিছুটা যেন ব্যাঙ্গের স্বর শোনা গেল প্রাক্তন এনএসজি কর্তার গলায়। তারপরই হুঁশিয়ারি শোনা গেল দীপাঞ্জন চক্রবর্তীর গলায়। ২ দিনেই পাকিস্তানের মানচিত্র বদল হতে পারে, বললেন তিনি। “আরে পাকিস্তানের ভিতরেও তো বিদ্রোহীরা রয়েছে। খাইবার পাখতুনখোয়া, ওয়াজিরিস্থানের অবস্থা তো ভাল নয়। আর বালুচিস্তান তো পাকিস্তান থেকে বেরিয়েই গিয়েছে। আর এর পর রয়েছে পাকিস্থান অধিকৃত কাশ্মীর। আমার মনে হয়, পাকিস্তানের মানচিত্র বদলাচ্ছে। মনে হয় না ২ দিনের বেশি লাগবে পাকিস্তানের ওই ম্যাপ বদলে যাবে’, হুঁশিয়ারি শোনালেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী।

Published on: May 10, 2025 02:06 PM