Gold in Indian Household: সোনা বেচে অবসর যাপন, কারও চিকিৎসায় খরচ হচ্ছে লক্ষ লক্ষ!
Savings: এমনিই আমাদের দেশের মানুষের অর্থনৈতিক স্বাক্ষরতা খুব বেশি নয়, মনে করেন বিশেষজ্ঞরা। আর এই ঘটনা তো একপ্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই জেনারেশনের মানুষদের যাঁরা সঠিক সময়ে সঞ্চয় শুরু করতে পারেননি।
বর্তমান জেনারেশনে স্মৃতি বা সাংস্কৃতিক মূল্যবোধ যেন কমে যাচ্ছে, বলছে সংবাদসংস্থা ব্লুমবার্গের একটি রিপোর্টই। দেশের অনেক মানুষই তাঁদের অবসর জীবনযাপনের জন্য তাঁদের পারিবারিক বিভিন্ন সোনার গয়না বিক্রি করে দিচ্ছেন। আবার কেউ কোনও চিকিৎসা সংক্রান্ত এমার্জেন্সির জন্য বিক্রি করে দিচ্ছেন নিজের পারিবারিক সোনা। আর এর ফলে ভারতের বাজারে এই মুহূর্তে সাধারণ মানুষ হুড়মুড়িয়ে সোনা বিক্রি করে দিচ্ছেন।
এমনিই আমাদের দেশের মানুষের অর্থনৈতিক স্বাক্ষরতা খুব বেশি নয়, মনে করেন বিশেষজ্ঞরা। আর এই ঘটনা তো একপ্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই জেনারেশনের মানুষদের যাঁরা সঠিক সময়ে সঞ্চয় শুরু করতে পারেননি। তবে সোনার হুড়মুড়িয়ে বিক্রির ফলে বিকল্প কোনও বিনিয়োগের ক্ষেত্র আরও প্রশস্ত হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।