Gopal Puja: এটা একান্তই প্রতিমা শিল্পীদের নিজের পুজো…

Mar 07, 2023 | 8:31 PM

Gopal Puja: এটা একান্তই প্রতিমা শিল্পীদের নিজের পুজো...

কুমোরটুলির প্রতিমাশিল্পী পালেদের ডেরায় এ যে পাল পাল গোপাল। কুমোরটুলির গোপাল বাইরে যায় আবার পুজো হয় কুমোরটুলিতেও। কারণ প্রতিমাশিল্পীরাও যে গোপালপুজো করেন। আর এমন বড় গোপাল খুব কমই নজরে পড়ে। আগে চল ছিল না। পরে চল হয়েছে। এখন পুজোয় যুগের ছোঁয়া লেগেছে। পুরনো শিল্পীরা বলেন এটা আসলে একান্তই প্রতিমা শিল্পীদের নিজের পুজো।