Gurdwara Hemkund Sahib: বিশ্বের উচ্চতম গুরুদ্বার চেনেন?
বিশ্বের সব থেকে উঁচু গুরুদ্বার কোথায় আছে জানেন? ভারতেই রয়েছে বিশ্বের উচ্চতম গুরুদ্বার। গুরুদ্বারের নাম হেমকুণ্ড সাহিব। উত্তরাখণ্ডে অবস্থিত এই গুরুদ্বার। এই গুরুদ্বারে হেঁটে যেতে সময় লাগে ৪ দিন। হেমকুণ্ড সাহিব গুরুদ্বারের উচ্চতা ১৪,১০০ ফুট।
বিশ্বের সব থেকে উঁচু গুরুদ্বার কোথায় আছে জানেন? ভারতেই রয়েছে বিশ্বের উচ্চতম গুরুদ্বার। গুরুদ্বারের নাম হেমকুণ্ড সাহিব। উত্তরাখণ্ডে অবস্থিত এই গুরুদ্বার। এই গুরুদ্বারে হেঁটে যেতে সময় লাগে ৪ দিন। হেমকুণ্ড সাহিব গুরুদ্বারের উচ্চতা ১৪,১০০ ফুট। শিখ ছাড়াও ভারতের নানা ধর্মের মানুষেরা এখানে আসেন। সবসময় এখানে প্রবেশের অনুমতি পাবেন না। হেমকুণ্ড সাহিবে পৌঁছাতে ট্রেক করে গেলে সময় লাগে ৪ থেকে ৫ দিন। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পর্যটকদের এখানে আসতে পারবেন। পর্যটকদের কাছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক খুবই জনপ্রিয়। ৩০০টির বেশি প্রজাতির ফুল দেখা যায়। এখানে দেখতে পাবেন ব্রহ্ম কমল। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব যেতে হয় জোশীমঠ থেকে। অক্টোবর মাস থেকে বরফে ঢাকা পড়ে যায় এই গুরুদ্বার। অনেক পর্যটক হেমকুণ্ড সাহিবের জল বাড়িতে নিয়ে যান। হেমকুণ্ড সাহিবে দুপুর ২ পর্যন্ত যেতে পারবেন।