Viral Video: শাড়ি পরে জিম?
Have you ever seen someone wearing a saree to the gym?

Viral Video: শাড়ি পরে জিম?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 25, 2023 | 11:58 PM

আপনি কি কখনও কাউকে শাড়ি পরে জিম করতে দেখেছেন? এক মহিলা শাড়ি পরেই জিম করলেন।প্রায়শই তিনি এই ভাবে শাড়ি পরে জিম করেন।

আপনি কি কখনও কাউকে শাড়ি পরে জিম করতে দেখেছেন? এক মহিলা শাড়ি পরেই জিম করলেন।প্রায়শই তিনি এই ভাবে শাড়ি পরে জিম করেন।রিনা সিং নামের ওই মহিলা একজন ফিটনেস ফ্রিক।প্রায়শই তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ওয়ার্কআউট সংক্রান্ত বিভিন্ন ভিডিয়ো শেয়ার করেন।ভাইরাল ভিডিয়োটিতে রিনা সিংকে দেখা গিয়েছে, গোলাপি রঙের একটি শাড়ি পরে কার্ডিও করছেন।তারপর তিনি মেশিনে কিছু পুলডাউন এক্সারসাইজ়ও করলেন।টায়ার লিফট থেকে শুরু করে স্কোয়াট-সহ আরও অনেক কিছুই অনায়াসে শাড়ি পরে করলেন ।এই ভাইরাল ভিডিয়োটি কয়েক লাখ মানুষ দেখেছেন।ভিডিয়োতে লাইক পড়েছে ১৪ লাখেরও বেশি।রিনা দেবীর ফিটনেস রুটিন তাঁর ইনস্টা ফলোয়ারদেরও অবাক করে।ইনস্টাগ্রামে অনেকেই তাঁর কাছে জানতে চান যে, কীভাবে শাড়ি পরে তিনি জিম করেন।একজন ইনস্টা ব্যবহারকারী লিখছেন, ‘ শাড়ি পরে যদি জিমই করা যায়, তাহলে আর জিমের পোশাকের দরকার কী।’