১০ নম্বর দেওয়া যাবে তো? SSC মামলা নিয়ে যা বললেন আইনজীবী ফিরদৌস

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 02, 2025 | 10:37 AM

SSC Case-High Court: স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। নবম-দশম ও একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হওয়ার পর শুরু হয়েছে ভেরিফিকেশনের প্রক্রিয়া। আবেদনকারীদের মধ্যে অযোগ্য়দের নামও সামনে এসেছে। কিন্তু এবার প্রশ্ন উঠেছে অভিজ্ঞতার জন্য ধার্য নম্বর নিয়ে।

এসএসসি-র পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। প্রকাশ হয়েছে ফল। কিন্তু অভিজ্ঞতার জন্য ধার্য থাকা ১০ নম্বর নিয়ে প্রশ্ন তুলেছেন নতুন প্রার্থী বা ফ্রেশাররা। সোমবার সেই একই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, নবম-দশমে পড়ানোর অভিজ্ঞতা থাকলে, তার জন্য একাদশ-দ্বাদশের পরীক্ষায় কোনও প্রার্থী ১০ নম্বর পাবে কেন!

আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, ৯০-এর মধ্য়ে প্রার্থী বাছাই করতে হবে, অর্থাৎ ১০ নম্বর বাদ দিয়ে করতে হবে পুরো প্রক্রিয়া। নাহলে কোনও দিন কোনও ফ্রেশার চাকরি পাবে না বলে দাবি করেছেন তিনি। এদিকে, ৭২৯৩ দাগি প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ৩৫১২ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। বাকিদের তথ্য সহ তালিকা প্রকাশের নির্দেশ। একই তথ্য বারবার চাইতে হচ্ছে কেন? প্রশ্ন তুলেছেন বিচারপতি।

Published on: Dec 02, 2025 09:50 AM