AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine War: ইউক্রেনের আকাশে উপগ্রহ ‘ছিনতাই’, মহাকাশযুদ্ধের নতুন অধ্যায় শুরু করল রাশিয়া

Russia-Ukraine War: ইউক্রেনের আকাশে উপগ্রহ ‘ছিনতাই’, মহাকাশযুদ্ধের নতুন অধ্যায় শুরু করল রাশিয়া

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Aug 23, 2025 | 5:47 PM

Share

ধরুন, আপনি বাড়িতে বসে আরাম করে টিভি দেখছেন, রিমোট আপনার হাতে নেই। হঠাৎ আপনার প্রিয় চ্যানেল উধাও। স্ক্রিনে ভেসে উঠল চিন বা পাকিস্তানের খবর। চ্যানেল পাল্টাতে গেলেন, কিন্তু সব চ্যানেলেই একই ছবি। তখনই বুঝবেন, আপনার টিভি হাইজ্যাক হয়েছে। ঠিক এমনই কাণ্ড ঘটেছে ইউক্রেনে। প্রায় ২৫ লক্ষ টিভি সেট হঠাৎ দেখাতে শুরু করল ভ্লাদিমির পুতিনকে। ভিক্টরি […]

ধরুন, আপনি বাড়িতে বসে আরাম করে টিভি দেখছেন, রিমোট আপনার হাতে নেই। হঠাৎ আপনার প্রিয় চ্যানেল উধাও। স্ক্রিনে ভেসে উঠল চিন বা পাকিস্তানের খবর। চ্যানেল পাল্টাতে গেলেন, কিন্তু সব চ্যানেলেই একই ছবি। তখনই বুঝবেন, আপনার টিভি হাইজ্যাক হয়েছে। ঠিক এমনই কাণ্ড ঘটেছে ইউক্রেনে। প্রায় ২৫ লক্ষ টিভি সেট হঠাৎ দেখাতে শুরু করল ভ্লাদিমির পুতিনকে। ভিক্টরি ডে প্যারেডে অভিবাদন নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট, এই দৃশ্যই দেখতে বাধ্য হয়েছিলেন ইউক্রেনের সাধারণ মানুষ। ক্ষোভে ফেটে পড়েছিল অনেকে। আদালতের দ্বারস্থও হয়েছিলেন তারা। পরে ইউক্রেন সরকার স্বীকার করে, হ্যাঁ, টিভি সিগন্যাল হ্যাক করেছে রাশিয়া।

এটা কিন্তু প্রথম নয়, চলতি বছরের ১৯ জুন ইরানেও সরকারি টিভি হাইজ্যাক হয়েছিল। সেখানেও ইরানি সম্প্রচারের জায়গায় ভেসে উঠেছিল ইজরায়েলি নিউজ চ্যানেলের ছবি। অভিযোগ উঠেছিল, ইজরায়েল এই কাজ করেছে। কিন্তু ইউক্রেনের ঘটনা আরও মারাত্মক। শুধু টিভি নয়, ফোন, ইন্টারনেট, রেডিও, সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেয় রাশিয়া। ডামি নেটওয়ার্ক বসিয়ে নিজেদের সিগন্যাল চালায় তারা। কয়েক ঘণ্টা ধরে ইউক্রেন কার্যত অন্ধকারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সেই সময় রাশিয়া বড়সড় হামলা চালাত, ইউক্রেনের প্রতিরোধ গড়ার কোনও ক্ষমতাই থাকত না।

জন স্পেনসারের মতো প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটা মহাকাশ যুদ্ধের প্রথম ধাপ। কারণ, স্যাটেলাইট আর নেটওয়ার্ক দখল মানে শুধু খবর আটকে দেওয়া নয়, পুরো দেশকে এক ঝটকায় স্তব্ধ করে দেওয়া। আর রাশিয়া একবার এটা করে দেখিয়ে দিয়েছে। তাই তারা চাইলে আবারও একইভাবে ইউক্রেনকে পঙ্গু করতে পারবে। এই কারণেই এখন ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের কমিউনিকেশন সিস্টেম নতুন করে সাজাতে ব্যস্ত। বিশেষজ্ঞদের অনুমান, মহাকাশকে ঘিরে যুদ্ধ হবেই হবে। সব দেশই সেটা জানে এবং এর জেরেই প্রস্তুতিও শুরু করেছে।