India Vs Pakistan Match: ভারত-পাক ম্যাচ দেখতে হোটেল ভাড়া ৫০ হাজার!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 04, 2023 | 8:59 PM

ফিক্সচার ঘোষণার পরই আমেদাবাদের হোটেলগুলোয় 'খেলা শুরু' হয়েছে। চড়চড় করে বেড়েছে হোটেল ভাড়া। ১৩ থেকে ১৬ অক্টোবর আমেদাবাদের ফাইভ স্টার হোটেলে ঘর পাওয়া দায়। যে রুম সাধারণত ৬,০০০ থেকে ১০,০০০ টাকা ভাড়া হয়। বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচের সময়ে তারই ভাড়া ৫০,০০০

১৫ অক্টোবর ভারত পাকিস্তান মুখোমুখি ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে। ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ম্যাচ ঘিরে উত্তেজনা শুরু হয়ে গেছে বিশ্বকাপের ক্রীড়াসূচী ঘোষণার সঙ্গে সঙ্গে। ফিক্সচার ঘোষণার পরই আমেদাবাদের হোটেলগুলোয় ‘খেলা শুরু’ হয়েছে। চড়চড় করে বেড়েছে হোটেল ভাড়া। ১৩ থেকে ১৬ অক্টোবর আমেদাবাদের ফাইভ স্টার হোটেলে ঘর পাওয়া দায়। যে রুম সাধারণত ৬,০০০ থেকে ১০,০০০ টাকা ভাড়া হয়। বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচের সময়ে তারই ভাড়া ৫০,০০০ । এই ম্যাচ ছাড়াও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অন্য ম্যাচের জন্যও হোটেল বুকিং শুরু হয়েছে। হোটেল অ্যাসোসিয়েশনের আশা ভাল ব্যবসা হবে বিশ্বকাপে। ভরা থাকবে সব ঘর। দর্শক ছাড়াও বহু দেশের ক্রিকেট সংস্থা, ও স্পনসর ইতিমধ্যে হোটেল বুকিং শুরু করেছেন। ভারত পাকিস্তানের এই ম্যাচের টিকিটের দাম ৩০ হাজার টাকা হতে পারে। এই হাই ভোল্টেজ ম্যাচের দিন পাক অধিনায়ক বাবর আজমের জন্মদিন। তাই বাড়তি উত্তেজনা থাকবে গ্যালারিতেও।