SIR আতঙ্ক? ধনেখালিতে সন্তানকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টায় উঠছে প্রশ্ন
SIR Fear: পরিবারের দাবি, এসআইআরের কারণেই চিন্তায় ছিল। খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক অসীমা পাত্র। মহিলাকে গুরুতর অবস্থাতেই নিয়ে আসা হয় ধনেখালি হাসপাতালে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় পিজিতে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শোরগোল।
ধনেখালি: বাপের বাড়ি ধনেখালিতে। বিয়ে হয়েছিল হরিপালে। বর্তমানে আর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নেই। এদিকে বাপের বাড়ির সকলকে এসআইআরের ফর্ম দিয়ে গেলেও দেওয়া হয়নি তাঁকে। তাতেই চিন্তা আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল ধনেখালির ওই গৃহবধূ। এরইমধ্যে এক্কেবারে চরম সিদ্ধান্ত। মেয়েকে ও নিজে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্ট। পরিবারের দাবি, এসআইআরের কারণেই চিন্তায় ছিল। খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক অসীমা পাত্র। মহিলাকে গুরুতর অবস্থাতেই নিয়ে আসা হয় ধনেখালি হাসপাতালে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় পিজিতে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শোরগোল।
Latest Videos
