ভোটে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে তথ্য চায় লালবাজার, কেন?
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে ভোটের সময় কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তথ্য জানতে তৎপর হল লালবাজার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতায় মোতায়েন ছিল ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য কোথায় কেমন পরিকাঠামো রয়েছে? থানাগুলিকে চিঠি দিয়ে জানতে চেয়েছে লালবাজার। স্কুল, অতিথিশালা-সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়। সেগুলির অবস্থা কেমন, তা মঙ্গলবারের মতো জানাতেই থানাগুলিকে জানিয়েছে লালবাজার। এবার কত কেন্দ্রীয় বাহিনী কলকাতায় মোতায়েন করা হবে, তা জানতে কমিশনের সঙ্গে বৈঠক করছেন পুলিশকর্তারা। এবার যদি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়, তার জন্য় আগে থেকে প্রস্তুতি সেরে রাখতে চাইছে লালবাজার।
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে ভোটের সময় কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তথ্য জানতে তৎপর হল লালবাজার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতায় মোতায়েন ছিল ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য কোথায় কেমন পরিকাঠামো রয়েছে? থানাগুলিকে চিঠি দিয়ে জানতে চেয়েছে লালবাজার। স্কুল, অতিথিশালা-সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়। সেগুলির অবস্থা কেমন, তা মঙ্গলবারের মতো জানাতেই থানাগুলিকে জানিয়েছে লালবাজার। এবার কত কেন্দ্রীয় বাহিনী কলকাতায় মোতায়েন করা হবে, তা জানতে কমিশনের সঙ্গে বৈঠক করছেন পুলিশকর্তারা। এবার যদি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়, তার জন্য় আগে থেকে প্রস্তুতি সেরে রাখতে চাইছে লালবাজার।