Dream 11: কত টাকা রোজগার করে ড্রিম ১১?

| Edited By: Tapasi Dutta

Nov 12, 2023 | 5:03 PM

বিশ্বকাপে অনেকেই ফ্যান্টাসি গেমিং ড্রিম ১১ এ টিম বানিয়ে টাকা জিতছেন। কারও টাকা খোয়া যাচ্ছে। কীভাবে এই ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মে টাকা রোজগার করা যায় তা অনেকেই জানেন। জানেন কি কীভাবে টাকা রোজগার করে এই ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম? ভারতে ক্রিকেটের জনপ্রিয়তাকে মূলধন করে তৈরি ড্রিম ১১ ।

বিশ্বকাপে অনেকেই ফ্যান্টাসি গেমিং ড্রিম ১১ এ টিম বানিয়ে টাকা জিতছেন। কারও টাকা খোয়া যাচ্ছে। কীভাবে এই ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মে টাকা রোজগার করা যায় তা অনেকেই জানেন। জানেন কি কীভাবে টাকা রোজগার করে এই ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম? ভারতে ক্রিকেটের জনপ্রিয়তাকে মূলধন করে তৈরি ড্রিম ১১ ।

দুজন ক্রীড়া উৎসাহী হর্ষ জৈন ও ভাবিত শেঠ তৈরি করেন এই ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম। ২০০৮ এ তৈরি হওয়া এই সংস্থার বর্তমান আয় ৪০০০ কোটির ও বেশি। ২০২২-২৩ এ তাদের আয় বেড়েছে ৫০%। ইউজারদের টাকা দিয়েও কীভাবে এত লাভজনক এই সংস্থা? ড্রিম ১১ খেলতে দিতে হয় এন্ট্রি ফি। এর একটা অংশ পায় ড্রিম ১১। বিপুল অর্থ আসে স্পনসরশিপ, বিজ্ঞাপন আর এনডোর্সমেন্ট থেকে। বিভিন্ন ক্রীড়া সংস্থার বিজ্ঞাপনও পায় ড্রিম ১১। ড্রিম ১১ অর্থ রোজগার করে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে। ড্রিম ১১ অ্যাপে আছে ড্রিম ১১ প্রো। এই প্ল্যান নিলে ইউজারদের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।