Bio Glue: প্লাস্টার, সেলাই ছাড়াই আঠায় জুড়বে ক্ষত
এবার কেটে গেলে সেলাই করতে হবে না। হাড় ভেঙে গেলে আর প্লাস্টার করতে হবে না। এক আঠাতে জোড়া লাগবে চামড়া ও হাড়। এ ৩০ বায়োডিগ্রেডেবল আঠা আবিষ্কার করেছেন ভোপাল ও হরিয়ানার বিজ্ঞানীরা। বিজ্ঞানী ও গবেষকদের একটি যৌথ দল এই বায়োডিগ্রেডেবল আঠার উদ্ভাবন করেন।
এবার কেটে গেলে সেলাই করতে হবে না। হাড় ভেঙে গেলে আর প্লাস্টার করতে হবে না। এক আঠাতে জোড়া লাগবে চামড়া ও হাড়। এ ৩০ বায়োডিগ্রেডেবল আঠা আবিষ্কার করেছেন ভোপাল ও হরিয়ানার বিজ্ঞানীরা। বিজ্ঞানী ও গবেষকদের একটি যৌথ দল এই বায়োডিগ্রেডেবল আঠার উদ্ভাবন করেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপ্লোরেশন ভোপাল।
ইউনিভার্সিটি অফ হেলথ কেয়ার অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস হরিয়ানা। এই ক্লিয়ার সিনথেটিক বায়োমেডিক্যাল গ্লু মানুষের ভাঙা হাড় জোড়া লাগিয়ে দেয়। ত্বক ও কলার গভীর ক্ষতও জুড়ে দেয়। এটি শরীরের পক্ষে ক্ষতিকর নয়। ভারত ইতিমধ্যেই এই আঠার পেটেন্ট পেয়েছে। কেবলমাত্র মানব দেহই নয় এই আঠা কাজ করে ডিমের খোসা আর কাঠেও। মানবদেহ ছাড়াও বাতাসে এবং জলের তলায় সমানভাবে কর্মক্ষম এই বায়োমেডিক্যাল গ্লু। এই আঠা লাগানোর কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে দুটি পৃষ্ঠকে জুড়ে দেয়। গবেষণাটি নেতৃত্বে ছিলেন ডাঃ আশিস শ্রীবাস্তব, ডাঃ তন্ময় দত্ত ও ডাঃ আশীষ শর্মা। সম্প্রতি কেমিস্ট্রি জার্নালে এই গবেষণাটি বিষয়ে প্রকাশিত হয়েছে।

